দৌলতদিয়া ঘাট স্টেশন থেকে রাজশাহীগামী ট্রেন ‘মধুমতি এক্সপ্রেস’ ছেড়ে যাওয়ার সময় বিকাল ৩টা। রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনটি প্রতিদিন এ স্টেশনে ভেড়ে দুপুর ২টার আগে। স্টেশনে বিরতির সময়টুকু যেন সেখানে দায়িত্বরত পুলিশের কপাল খুলে দেয়!
স্টেশনের যে পথ দিয়ে যাত্রীরা আসেন, ঠিক সে পথের মুখেই পুলিশ সদস্যরা দাঁড়িয়ে থাকেন। যাত্রী মনে হলেই পথ আগলে দাঁড়ায় পুলিশ। তাদের বাধার কারণে স্টেশনের টিকিট কাউন্টারে আর যাওয়ার উপায় থাকে না যাত্রীদের। দর কষাকষা শুরু হয় সেখানে দাঁড়িয়েই। টিকিটের নির্ধারিত মূল্যের চেয়ে সামান্য কম টাকায় আসনের ব্যবস্থা করে দেন পুলিশ সদস্যরা। তবে আসন মিললেও কোনো টিকিট মেলে না।
গতকাল শুক্রবারও (২২ মার্চ) এমন চিত্রের ব্যত্যয় ঘটেনি। একপ্রকার জোর করেই যাত্রীদের টিকিট কাটা থেকে বিরত রাখছিলেন পুলিশ সদস্যরা। কখনও হাত ধরে, কখনও ব্যাগ ধরে টেনে-হিঁচড়ে যাত্রীদের আসনে বসিয়ে দিচ্ছিলেন নজরুল ও সেলিম নামের দুই পুলিশ সদস্য।
নিউজটি পড়তে ক্লিক করুন-https://bit.ly/2U6z5GX